কেরানীগঞ্জে কোরবানির ৭টি অস্থায়ী হাট প্রস্তূত

ঈদুল আজহা উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের অস্থায়ী পশুর হাট বসানোর সমস্ত প্রস্তূতি শেষ করেছে ইজারাদার প্রতিষ্ঠানগুলো।বাশখুটি লাগানো শেষ, এর‌ই মধ্যে কিছু পাইকার গরু নিয়ে হাটে পৌঁছেছে।এবছর কেরানীগঞ্জে শর্তসাপেক্ষে সাতটি পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। হাট গুলো হচ্ছে জিনজিরা বাজার,খাড়াকান্দি মাদ্রাসা মাঠ, ঘাটারচর মধুসিটি সড়ক ,আব্দুল্লাহপুর রসুলপুর মাঠ, আগানগর আমবাগিচা খেলার মাঠ ,হাসনাবাদ কন্টেইনার সড়ক ও নতুন সোনাকান্দা বিসিক শিল্প নগরী মাঠ। উপজেলা কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

যে সমস্ত শর্তাবলী মেনে হাট পরিচালনা করতে হবে তার মধ্যে অন্যতম ক্রেতা বিক্রেতা সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট নিয়ে হাটে প্রবেশ করতে পারবে না।শিশু বৃদ্ধ ও অসুস্থরা হাটে প্রবেশ করতে পারবে না,হাটে প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে আলাদা রাস্তা ব্যবহার করতে হবে এবং মূল্য প্রদান ও প্রবেশ এবং বাইরের ক্ষেত্রে অন্তত তিন ফুট দূরত্বে চলাচলের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

 এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন এবছর করোনার কারণে শর্তসাপেক্ষে হাটগুলো ইজারা দেওয়া হয়েছে। হাটে প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে ।আমরা প্রতিদিন উপজেলার পক্ষ থেকে হাটগুলোতে নজরদারির ব্যবস্থা করবো, কোথাও কোন হাটে অনিয়ম হলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

এ প্রসঙ্গে আগানগর আমবাগিচা খেলার মাঠের ইজারাদার জাকির আহমেদ বলেন আমরা সরকারের নির্দেশনা পালন করে হাট পরিচালনা করব এজন্য স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হয়েছে।

উল্লেখ্য গত বছর ঈদুল আজহা উপলক্ষে ৮ টি অস্থায়ী হাট স্থাপন করা হয়েছিল।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)