কেরানীগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বাচ্চু মুন্সি (৪৮)।সে মাদারীপুর জেলার কালাপুরের মৃত আব্দুর রহমান মুন্সীর ছেলে।বর্তমানে সে চুনকুটিয়া ঝাউবাড়ীর কাদির হাজীর বাড়ীতে ভাড়া থাকত।

শুক্রবার (১৭জুলাই) দুপুরে র্্যাব ১০ সিপিসি২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নের্তৃত্বে, গোপন সংবাদের ভিত্তিতে চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ও ০২টি মোবাইল উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে র‌্যাব-১০,সিপিসি ২ কোম্পানি ডিএডি বদিউল আলম জানান, মোঃ বাচ্চু মুন্সী দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছে । এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)