
বীর মুক্তিযোদ্ধার সন্তান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, উদিয়মান কবি ও লেখক ইয়াকুব আলী মিন্টুর(যুগোল ইসলাম) লিখা কৃষকের ভাবনায় বঙ্গবন্ধু ও অন্তরীণ ভালোবাসা নামক দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ ২১ ডিসেম্বর (সোমবার) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এক জমকালো আয়োজনের মাধ্যমে বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সভাপতি আবু জাফর জাকিউদ্দীন আহমেদ রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আবুল হোসেন, সাবেক জিএস আবুল হোসেন খান মুকুল, ঢাকা জেলা পরিষদ সদস্য শিলারা ইসলাম, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এম এ এইচ আবিদসহ অনেকে।
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা, কৃষকের ভাবনায় বঙ্গবন্ধু বইটি লেখকের প্রকাশিত প্রথম গল্পের বই এবং সমসাময়িক বিষয় নিয়ে লেখা কবিতার বই অন্তরীণ ভালোবাসা বইটিও তার লিখা প্রথম কবিতার বই,, বই দুটি প্রকাশ করেছে আলোকায়ন প্রকাশনী , বই দুটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা করে। কবি সকলের ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)