কারাগার মুক্তি পেয়ে কাউন্সিলর পদ ফেরতের আবদার

গত বুধবার বিকেলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের ছেলে বরখাস্ত হওয়া কাউন্সিলর ইরফান সেলিম। কারামুক্তির ২৪ ঘণ্টার মাথায় কাউন্সিলর পদ ফেরত চেয়েছেন তিনি। এজন্য গতকাল বৃহস্পতিবার দেখা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে।

ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। গত বছরের অক্টোবরে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলাসহ আরও কয়েকটি মামলায় সাজা হওয়ার প্রেক্ষিতে কাউন্সিলর পদ থেকে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ইরফান সেলিম বলেন, কাউন্সিলর পদ ফিরে পেতে মৌখিকভাবে মেয়রকে অনুরোধ করেছি। শিগগিরই লিখিত আবেদন করবো। পদ ফিরে পেতে একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি।

গত বছরের ২৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদের মোটরবাইককে ধাক্কা দেয় সাংসদ হাজী সেলিমের স্টিকারযুক্ত গাড়ি। এ নিয়ে প্রতিবাদ জানালে গাড়ি থেকে বের হয়ে ওই কর্মকর্তাকে মারধর এবং হত্যার হুমকি দেন ইরফান। এর প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা করেন ওই কর্মকর্তা।

তুমুল আলোচিত ওই ঘটনার পর বেরিয়ে আসে ইরফান সেলিমের নানা অপকর্মের কথা। তার বাসায় অভিযান চালানোর পর ভ্রাম্যমাণ আদালতের মামলার পাশাপাশি অস্ত্র ও মাদকবিরোধী আইনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল।