
করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। যেমনটা বাংলাদেশ তাদের সংকটে পাশে দাঁড়িয়েছিল। আজ চীন থেকে পাঠানো লিখিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।
ওই বার্তায় চীনের ক্ষমতাসীন দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগ বলেছে, ‘করোনাভাইরাসের সংকট মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দলের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং বাংলাদেশের মানুষ চীনের জনগণকে বিভিন্নভাবে সর্বাত্মক সহযোগিতা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংহতি জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন। চীন শেখ হাসিনার এই সংকটকালীন মহানুভবতাকে আজীবন স্মরণ রাখবে,’ বলা হয়েছে আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে।
এতে আরো বলা হয়, চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, ‘চীনের সংকটে যেমন বাংলাদেশ পাশে দাঁড়িয়েছিল, তেমনি বেইজিংও ঢাকার পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবে।’
চীনের কমিউনিস্ট পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উল্লেখ করে লিখিত বার্তায় আশা প্রকাশ করা হয় যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্ষমতাসীন দলের নেতৃত্বে বর্তমান সংকট মোকাবেলার সামর্থ্য বাংলাদেশের রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের জনগণ মহামারি কাটিয়ে উঠতে পারবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ইতোমধ্যে চীনা কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে ৫০ হাজার মাস্ক প্রদান করেছে। এ ছাড়া বিএনপিকেও মাস্কা দিয়েছে দলটি। অন্যদিকে, চীন সরকার ও দেশটির বিশিষ্ট ব্যবসায়ী আলিবাবা বাংলাদেশ টেস্ট কিট ও মাস্ক ও অন্যান্য উপকরণ উপহার দিয়েছে।