করোনা রোগীর চেয়ে চাল চোরের সংখ্যা বেশি -রিজভী

সরকার যে পরিমাণ চাল বিতরণ করছে তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর যে সংখ্যা প্রকাশিত হচ্ছে তার চেয়েও চাল চোরের সংখ্যা বেশি।

আজ রোববার এক ভিডিও কনফারেন্সে রিজভী এসব কথা বলেন। বিএনপি নেতা রিজভী অভিযোগ করে বলেন, সরকারের পক্ষ থেকে স্বল্পমূল্যে চাল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু করোনাভাইরাসের এই পরিস্থিতিতেও ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজরা ত্রাণ ও স্বল্পমূল্যের চাল আত্মসাৎ করছে। সরকার যে পরিমাণ চাল বিতরণ করছে তা মোটেও পর্যাপ্ত নয়। মরার উপর খাঁড়ার ঘা হিসাবে যোগ হয়েছে চাল চুরির মহোৎসব। গণমাধ্যমে প্রতিদিন যে পরিমাণ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রকাশিত হচ্ছে তার চেয়েও চাল চোরের সংখ্যা বেশি।

ত্রাণের চাল বিতরণের দায়িত্ব সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়ার দাবি জানান রিজভী।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব বলেন, প্রতিদিনই নতুন নতুন জেলা ও এলাকা সংক্রমণের তালিকায় যুক্ত হচ্ছে। আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়ছে। অনিশ্চয়তা ঘিরে ফেলেছে জনজীবনকে।
রুহুল কবির রিজভী বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দেশ সংক্রমণের তৃতীয় ধাপ অতিক্রম করছে। কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। তিনি অভিযোগ করেন, দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় এখনও গতি আসেনি। নমুনা সংগ্রহে গলদ, ল্যাবগুলোর সক্ষমতা কাজে না লাগানোয় কাজটিতে গতিসঞ্চার হচ্ছে না।
করোনাভাইরাসের ভয়াবহতা থেকে দেশকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে আহ্বান জানান তিনি।