উপসর্গ ছাড়াই চিকিৎসকসহ ৫ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

দেশে উপসর্গ ছাড়াই তিন চিকিৎসকসহ পাঁচ স্বাস্থ্যকর্মীকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। বিষয়টি উদ্বেগের বলে মনে করা হচ্ছে।

আক্রান্তরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক, এক উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা ও এক টিকাদান কর্মী। নমুনা পরীক্ষার আগে তাদের শরীরে কোনো ধরনের লক্ষণ বা উপসর্গ ছিল না, এখনো নেই বলে জানা গেছে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বুধবার সকালে তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকালে ৮ স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে আজ সকালে ওই পাঁচ জনের রেজাল্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়।

শরীফ সাহাবুর রহমান বলেন, উদ্বেগরর বিষয় হলো- যারা আক্রান্ত হয়েছেন তাদের কারো দেহে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো আগেও ছিল না, এখনো নেই।

তিনি মনে করছেন, এতে ধরে নেওয়া যায়, তাদের উপজেলায় সামাজিক সংক্রামণ শুরু হয়েছে। তবে উপসর্গ প্রকাশ না পাওয়ায় তা বোঝা যাচ্ছে না।

এ ব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র জানান, উদ্ভূত পরিস্থিতিতে আজ বুধবার বিকেল ৩টা থেকে উপজেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।