ঈদের আগে লকডাউন শিথিল -ওবায়দুল কাদের

প্রাণঘাতী করোনার সংক্রমণ রুখতে দেশে গত ৫-১১ এপ্রিল বিধিনিষেধ আরোপ করে সরকার। এরপর ১৪-২১ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয় ‘কঠোর লকডাউন’। ইতোমধ্যে চলমান এই লকডাউন আরও ১ সপ্তাহ বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এরপর ঈদের আগের কয়েকদিন লকডাউন শিথিলের চিন্তা করছে সরকার।

আজ সোমবার (১৯ এপ্রিল) নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই তথ্য জানান ওবায়দুল কাদের।

সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিদরা বরাবরই দুই সপ্তাহের কঠোর লকডাউন আরোপের কথা বলে আসছেন। সে হিসেবেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তবে ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াতের কথা চিন্তা করে লকডাউন শিথিলের কথা ভাবছে সরকার। তবে তার আগে অবশ্যই দুই দফার কঠোর লকডাউন বাস্তবায়ন করতে হবে।

এই সঙ্কটের সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, লকডাউনে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদেরকে আর্থিক সুরক্ষা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন ঈদ উপলক্ষে ৩৬ লাখ ২৫ হাজার পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। এছাড়া খাদ্য সহায়তা দেয়া হবে ১ কোটি ২৫ লাখ পরিবারকে।