
ঢাকার কেরানীগঞ্জে আওয়ামীলীগ নেতা ও কোন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহ চৌধুরীর আলোচিত হত্যা মামলার রায় আবারও ২য় দফা পিছিয়ে। আগামী ১৬ নভেম্বর ২০২০ইং রায়ের নতুন দিন ধার্য করেছে আদালত। এর আগে হত্যাকাণ্ডের ৭ বছর পর গত ৩০ সেপ্টেম্বর রায়ের তারিখ ঘোষণা করেছিলো আদালত। অতঃপর বিভিন্ন কারণ দেখিয়ে ১৮ অক্টোবর রায়ের নতুন তারিখ ঘোষণা করা হয়। তবে নির্ধারিত তারিখে মামলার রায়ের কাজ সমাপ্ত না হওয়ায় পুনঃরায় আগামী ১৬ নভেম্বর রায়ের নতুন তারিখ ধার্য করে দ্রুত বিচার ট্রাইবুনাল- ১ এর এই বিচারপতি।
এ মামলার আসামিরা হলেন গুলজার হোসেন, শম্পা, আশিক, শিহাব আহম্মেদ ওরফে শিবু, আহসানুল কবির ইমন, তাজুল ইসলাম তানু, জাহাঙ্গীর খাঁ ওরফে জাহাঙ্গীর এবং রফিকুল ইসলাম ওরফে আমিন ওরফে টুন্ডা আমিন।
আসামিদের মধ্যে শম্পা, জাহাঙ্গীর ও আহসানুল কবীর কারাগারে। গেল ১০ আগস্ট আদালত জামিন বাতিল করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর আসামিরা এখনো পলাতক রয়েছেন।
মামলার রায় বারবার পিছিয়ে যাওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)