অবশেষে লকডাউন কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট

অবশেষে বন্ধ করে দেয়া হলো মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের যাত্রী পারাপার। গতকাল শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে প্রশাসনের পক্ষ থেকে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়।

পোশাক শিল্প কারখানা আবারও ছুটি ঘোষণা করায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ রোববার সকাল ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। হঠাৎ সব ধরণের ফেরি চলাচল বন্ধে অনেকে চরম দুর্ভোগে পড়েন।

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার থেকে পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হলে গতকাল শনিবার দেশের বিভিন্নি প্রান্ত থেকে হাজার হাজার শ্রমিক ঢাকার পথে রওনা দেন। সামাজিক দূরত্ব বজায় না রেখে এবং স্বাস্থ্য বিধি না মেনে হাজারো শ্রমিকের ঢাকায় ফেরায় করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার চরম ঝুঁকি দেখা দেয়। এ নিয়ে বিভিন্ন মহলের উদ্বেগ প্রকাশের মুখে শনিবার রাতেই পোশাক কারখানা ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষনা করে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। ফের যাতে শ্রমিকেরা দল বেঁধে বাড়ি ফিরতে না পারে এজন্য রাতেই সকল নৌযান চলাচল বন্ধের নির্দেশনা আসে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, সরকারের কড়াকাড়ি নির্দেশনা এসেছে কোনো ধরণের ফেরি চালু রাখা যাবে না। তাই সকাল ছয়টা থেকে সমস্ত ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে স্বল্প পরিসরে দুটি বড়, একটি মাঝারি ও দুটি ছোট ফেরি চালু রেখে জরুরি পণ্যবাহী যান বা রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপার করা হতো। এ ধরনের জরুরি পরিবহন পারাপারের ক্ষেত্রে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত কোনো ফেরি চলবে না।

বিষয়টি তদারকি করতে নিয়োজিত রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কাজ করছেন সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।