এবছরে ১০ হাজার কর্মী নিয়োগ দেবে ফেসবুক

করোনাভাইরাস পরিস্থিতিতে যেখানে কর্মহীন মানুষের সংখ্যা বেড়ে গেছে এবং অনেকে ছাঁটাইয়ের আশঙ্কায় আছেন, সেখানে কর্মী নিয়োগের ঘোষণা দিয়ে সাড়া ফেলেছে ফেসবুক। চলতি বছরে ১০ হাজার কর্মী নিয়োগ দেবে এ মাধ্যমটি।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে এ তথ্য জানিয়েছেন ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে তিনি বলেছেন, তাঁদের পণ্য ও প্রকৌশল বিভাগের জন্য ২০২০ সালের শেষ নাগাদ বাড়তি ১০ হাজার কর্মী নিয়োগের আশা করছেন তাঁরা।

স্যান্ডবার্গ বলেছেন, ‘আমাদের কর্মী নিয়োগের বিষয়টি আরও আগ্রাসীভাবে চালানো হবে।’

সিএনবিসির সাংবাদিক স্কট ওয়াপনার স্যান্ডবার্গকে বলেন, করোনা পরিস্থিতিতে কর্মী ছাঁটাই হবে না—এমন কোনা প্রতিশ্রুতি স্যান্ডবার্গ দিতে পারেন কি না? জবাবে ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা নতুন নিয়োগের কথা বলেন।

স্যান্ডবার্গ বলেন, ‘আমরা ভাগ্যবান যে নতুন নিয়োগ দিতে পারব। আমাদের নিজস্ব কর্মীদের ক্ষেত্রে দায়িত্বও রয়েছে। কিন্তু আমাদের প্রয়োজন বলেই নতুন কর্মী নিয়োগের পথে হাঁটতে হবে।’

অবশ্য ফেসবুক কর্মী নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক কাজ করবে, নাকি পুরোপুরি ফেসবুকের নিয়ন্ত্রণাধীন কর্মী নিয়োগ দেবে, তা স্পষ্ট করেননি স্যান্ডবার্গ।

এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ জানিয়েছে, চলতি সপ্তাহে দেশটিতে ৬৬ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। গত সপ্তাহে ৩৩ লাখ মানুষ চাকরি হারানোর কথা বলেছিলেন। এর আগে ১৯৮২ সালে এক সপ্তাহে ৬ লাখ ৯৫ হাজার মানুষ এক সপ্তাহে কর্মহীন হয়ে পড়ার কথা বলেছিলেন।