স্টেডিয়াম নিয়ে ব্রাজিল কোচের কড়া সমালোচনা

চলমান কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে আজ (২৪ জুন) কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। বিতর্কিত জয়ের পর ম্যাচের ভেন্যু রিও ডি জেনেইরোর অলিম্পিক স্টেডিয়াম নিয়ে কড়া সমালোচনা করেছেন ব্রাজিলের কোচ তিতে।পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামা ব্রাজিল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে তারা। এর বিপরীতে ১০ মিনিটে লুইস দিয়াসের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। প্রথমার্ধে অনেক চেষ্টা করেও সেই গোল শোধ করতে পারেনি ব্রাজিল।

৭৮ মিনিটে ফিরমিনো সমতায় ফেরায় ব্রাজিলকে। এরপর অতিরিক্ত সময়ের শেষ মিনিটে কাসেমিরো দারুণ এক হেডে জালের দেখা পেলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। তবে ব্রাজিলের এই জয়ের পেছনে অনেকেই ‘রেফারির অবদান’ দেখছেন।রেনান লোদির ক্রস থেকে ফিরমিনোর করা গোলটি মেনে নিতে পারেনি কলম্বিয়ার ফুটবলাররা। এটা বাতিলের দাবি জানায় তারা। কারণ নেইমারের পাস রেফারির গায়ে লাগলে বল পান লোদি। এরপর ফিরমিনোকে ক্রস দেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই লেফট ব্যাক। নিয়মানুযায়ী রেফারির গায়ে লাগার পরই বল থামিয়ে দেয়ার কথা। তা না করে তিনি খেলা চালিয়ে যান।

বিতর্কের উপকরণ আছে আরও একটি। প্রথম গোলের পর কলম্বিয়ার ফুটবলার এবং রেফারি মধ্যে বাকবিতন্ডার কারণে ৫-৬ মিনিট খেলা বন্ধ থাকে। তবে রেফারি অতিরিক্ত সময় হিসেবে বাড়িয়ে দেন ১০ মিনিট। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে কাসেমিরো গোল করলে পূর্ণ পয়েন্ট পায় ব্রাজিল।

এসবে কর্ণপাত করছেন না তিতে। তার অভিযোগ মাঠ নিয়ে। ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেন, ‘খেলার জন্য এই মাঠটা খুবই খারাপ ছিল। স্বাভাবিক গতি ধীর করে দেয়। ফলে যারা সৃষ্টিশীল খেলা খেলতে চায়, তারা তা পারেন না।