স্প্যানিশ লা লিগায় পিছিয়ে পড়ল বার্সা

স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল লেভান্তের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ ব্যবধানে ড্র করেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

প্রথমার্ধেই লিওনেল মেসি এবং পেদ্রি বার্সাকে এগিয়ে নেন। বিরতির পর দুই মিনিটের ব্যবধানে লেভান্তের হয়ে জালের দেখা পান গনজালো মেলেরো এবং লুইস মোরালেস। এরপর দুই দলের হয়ে আরও একটি করে গোল করেন উসমান দেম্বেল ও লেসন।

৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকলেও স্বস্তিতে নেই বার্সা। কারণ তাদের থেকে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে এখনও সিংহাসন দখলে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় বার্সা। জর্ডি আলবার ক্রস থেকে দারুণ এক ভলিতে ঠিকানা খুঁজে নেন লিওনেল মেসি। এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। উসমান দেম্বেলের পাস থেকে লক্ষ্যভেদ করেন পেদ্রি।

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা বার্সা বিরতির পর খেই হারায়। সেই সুযোগে ৫৭ মিনিটে ব্যবধান কমায় লেভান্তে। সতীর্থের ক্রস থেকে গনজালো মেলেরোর মাথাস্পর্শী বল জালের দেখা পায়। দুই মিনিট পর ডি বক্স থেকে লুইস মোরালেসের করা শটে সমতায় ফেরে স্বাগতিকরা।

৬২ মিনিটে আরও একদফা এগিয়ে যায় বার্সা। এ যাত্রায় জোরালো শটে লক্ষ্যভেদ করেন দেম্বেলে। তবে ৮৩ মিনিটে কাতালানদের পূর্ণ পয়েন্টের স্বপ্ন শেষ হয়ে যায়। সতীর্থের অ্যাসিস্ট থেকে সহজেই জালে বল জড়ান লেসন। এরপর বাকি সময় চেষ্টা করেও আর গোল মুখ খুলতে পারেনি মেসিরা।