
আইপিএলের হারানো শিরোপা উদ্ধারের অভিযানের শুরুতেই হোঁচট খেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম দুই ম্যাচেই হেরে বসেছে অরেঞ্জ আর্মিরা। দুটো ম্যাচেই কেন উইলিয়ামসনের অভাব ঢের টের পেয়েছে প্রাক্তন চ্যাম্পিয়নরা। নিউজিল্যান্ড অধিনায়ককে ছাড়া আরো অন্তত দুটি ম্যাচ খেলতে হবে তাদের।
এরপরই মাঠে ফিরতে পারবেন নিউজিল্যান্ড। আপাতত কনুইয়ের ইনজুরি নিয়ে মাঠের বাইরে আছেন উইলিয়ামসন। তার ফেরার সময়কাল নিয়ে অনিশ্চয়তার শেষ ছিল না। অবশেষে উইলি জানালেন আগামী সপ্তাহে মাঠে ফিরছেন তিনি। কার্যত নির্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন উইলিয়ামসন।
এ প্রসঙ্গে শুক্রবার এক ভিডিও বার্তায় নিউজিল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘যত দ্রুত সম্ভব সেরে ওঠার চেষ্টা করছি। ব্যথা মুক্ত হওয়ার চেষ্টা করছি। চিকিৎসা সঠিক পথেই এগোচ্ছে। এক সপ্তাহের মধ্যে হয়তো পুরোপুরি ফিট হতে পারব।’
উইলিয়ামসন আরো বলেছেন, ‘অনুশীলন এবং নির্বাসন দুটোর সমণ্বয় করে চলতে হচ্ছে। প্রায় সময়ই মনে হচ্ছে আমার উন্নতি হচ্ছে। তাই দ্রুতই মাঠে ফেরার ব্যাপারে আমি আশাবাদী।’ উইলি আশায় থাকতে পারেন। তার দল হায়দরাবাদও। প্লে-অফ পর্বে যেতে তাকে যে খুব দরকার অরেঞ্জ আর্মিদের !