
এর আগেও বেশ কয়েক দফা বাংলাদেশের দলের ম্যানেজার হিসেবে কাজ করেছেন খালেদ মাহমুদ সুজন। দীর্ঘ বিরতির পর আরও একবার এই দায়িত্ব পেলেন টাইগারদের সাবেক অধিনায়ক।
দুটি টেস্ট খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এই সফরে মমিনুল হক সৌরভদের ম্যানেজারের ভূমিকায় দেখা যাবে সুজনকে। আজ তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সুজন মনে করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যার ওপর আস্থা রাখতে পারে, তাকেই ম্যানেজারের দায়িত্বে বসিয়ে দেয়, ‘অনুভূতির তো কিছু নেই। এর আগে জালাল ভাই নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন। বোর্ড হয়তো ঘুরে ফিরে সবাইকে দায়িত্ব দিচ্ছে।’
বাংলাদেশ দলের সাবেক এই সিমিং অলরাউন্ডার জানালেন, সর্বশেষ নিউজিল্যান্ড সফরে বিসিবি তাকে দায়িত্ব দিতে চাইলেও সেটা ফিরিয়ে দিয়েছিলেন। তবে এবার আর না করেননি, ‘এর আগের সিরিজে আমাকে বলা হয়েছিল, যদিও না করেছিলাম। তারপরও বোর্ড যখন বলে তখন আমার করার কিছু থাকে না। অবশ্যই দারুণ আনন্দের। কারণ আবারও বাংলাদেশ দলের সাথে যাবো।’
২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন সুজন। এরপর তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় সাব্বির খানকে। মাঝের সময়টাতে ম্যানেজার হিসেবে দায়িত্ব সামলেছেন খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু এবং জালাল ইউনুস চৌধুরী। তবে কেউই দীর্ঘ সময়ের জন্য থাকতে পারেননি।