পেসারকে স্বাগত জানালো রাজস্থান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান। এজন্য ইতোমধ্যে ভারতে পৌঁছে গেছেন। এই পেসারকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছে রাজস্থান।

নিউজিল্যান্ড সফর শেষে দলের সঙ্গে গতকাল দেশে ফেরেন মোস্তাফিজ। এরপর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের ফ্লাইট ধরেন সাতক্ষীরার এই বোলার।

ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে গতকাল সকাল ১১টার দিকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দলের বাকিরা বিমানবন্দর থেকে বের হলেও ভেতরেই রয়ে যান মোস্তাফিজ। পরে জানা যায় বিমানবন্দর থেকেই আরেকটি ফ্লাইট ধরেছেন তিনি। ভারতের উদ্দেশে এবারের আইপিএল যাত্রায় মোস্তাফিজের সঙ্গী হয়েছেন তার স্ত্রীও।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে থাকলে দেশের হয়ে খেলবেন বলে জানিয়েছিলেন মোস্তাফিজ। তবে লঙ্কা সফরে তাকে টেস্টের পরিকল্পনা থেকে বাদ দিয়েছেন নির্বাচকরা। তাই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেই আইপিএল খেলতে ভারতে গেছেন ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই ক্রিকেটার।

এবারের আইপিএলের নিলাম থেকে ভিত্তিমূল্য এক কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রাজস্থান। ১২ এপ্রিল পাঞ্জাবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টুর্নামেন্টের প্রথমবারের চ্যাম্পিয়নরা। ভারত গেলেও করোনার স্বাস্থবিধি অনুযায়ী সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে মোস্তাফিজকে। তারপর যোগ দিতে পারবেন দলের ক্যাম্পে।