পুলিশের জিজ্ঞাসাবাদে ভারতীয় জুয়াড়ি সঞ্জিব…

ক্রিকেটের সবগুলো ম্যাচই পাতানো। কোন ম্যাচই জুয়ার বাইরে নয়। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন আটককৃত ভারতীয় জুয়াড়ি সঞ্জিব চাওলা।

২০০০ সালে জুয়াড়িদের সঙ্গে লেনদেনের অভিযোগে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হন, দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হ্যান্সি ক্রনিয়ে। ওই ঘটনার প্রধান অভিযুক্ত ভারতীয় নাগরিক সঞ্জিব চাওলা।

পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, মানুষ যেসব ম্যাচ দেখে সবগুলো ম্যাচেরই ফল নির্ধারিত।

সিনেমার পরিচালকের মতো পেছন থেকে কলকাঠি নাড়ে জুয়াড়িরা। দীর্ঘদিন ধরেই ক্রিকেটে ম্যাচ পাতানোর সঙ্গে তিনি জড়িত বলে স্বীকার করেছেন সঞ্জিব চাওলা।

এর পেছনে বিপদজনক আন্ডারওয়ার্ল্ড মাফিয়ারা জড়িত বলেও জানান এই জুয়াড়ি। জিজ্ঞাসাবাদে নিজের পরিবার ঝুঁকিতে আছে বলেও জানান সঞ্জিব চাওলা। জুয়ার সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে বেশি কিছু বললে তার পরিবারকে হত্যা করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ভারতীয় এই বুকি।