দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন মুশফিক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম এলিমিনেটরে গতকাল (সোমবার) ফরচুন বরিশালের মুখোমুখি হয় বেক্সিমকো ঢাকা। এদিন মেজাজ হারান দলটির অধিনায়ক মুশফিকুর রহিম। চড়াও হন সতীর্থ নাসুম আহমেদের ওপর। এই ঘটনার জেরে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চাইলেন বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য এই উইকেটকিপার ব্যাটসম্যান।

দোষ স্বীকার করে আজ (১৫ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিক লেখেন, ‘আসসালামু আলাইকুম। আমি প্রথমেই গতকালের উদ্ভূত ঘটনার জন্য আমার সকল ভক্ত-সমর্থকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। ম্যাচের পরেই আমি দলের সতীর্থ নাসুমের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি।’

মুশফিক বলছেন, তিনি একজন মানুষ। সে হিসেবে ভুল হতেই পারে। সেই সাথে প্রতিশ্রুতি দেন, আগামীতে আর কখনও এমন আচরণ করবেন না তিনি, ‘সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবসময় মনে করি, আমি একজন মানুষ। গতকাল যে আচরণ দেখিয়েছি, তা কারও কাছেই গ্রহণযোগ্য হতে পারে না।

ইনশাল্লাহ, প্রতিজ্ঞা করছি যে, নিকট ভবিষ্যতে মাঠ ও মাঠের বাইরে আমার থেকে এমন আচরণ পুনরায় কেউ দেখতে পারবেন না। জাজাকাল্লাহ খাইর।’