
মহামারি করোনায় অবরুদ্ধ পুরো দেশ। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পুরো দেশেই লকডাউনের মতো অবস্থা। গণপরিবহণ বন্ধ। এমন কঠিন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষজন আছেন বেশ বিপাকে। তাদের সহায়তায় সমাজের অনেকেই এগিয়ে আসছেন। এ তালিকায় ক্রিকেটাররাও আছেন। এবার এগিয়ে আসলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। নিজস্ব তহবিল থেকে ২০ হাজার মানুষকে খাবার দেবে দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘প্রতিটি প্যাকেটে থাকবে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় বেশকিছু সামগ্রী। শিগগিরই বিতরণ শুরু হবে।’
অগ্রাধিকার ভিত্তিতে যেসব এলাকায় প্রয়োজন সেখানে এ সাহায্য পৌঁছে দেয়া হবে।
এর আগে, এই দুঃসময়ে এগিয়ে আসেন মাশরাফি-তামিম-মুশফিকরা। ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ জনের সঙ্গে সাহায্যের হাত বাড়ান সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের দলে সুযোগ পাওয়া আরও ১০ জন।