রামদেবকে গ্রেপ্তারের দাবি চিকিৎসকদের

ভারতের হাজার হাজার চিকিৎসক কালো ব্যাজ ধারণ করেছেন। হিন্দুদের ধর্মীয় গুরু রামদেবকে আটকের দাবি জানিয়েছেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, রামদেব দাবি করেছেন- করোনাভাইরাস প্রতিরোধ করতে পারবে যোগব্যায়াম। প্রচলিত ওষুধ হাজার হাজার করোনা রোগীকে মেরে ফেলেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

কবিরাজি ধরনের কিছু ওষুধ বাজারে রয়েছে বাবা রামদেবের তৈরি করা। গতমাসে তিনি বলেছেন, মহামারি দেখিয়ে দিয়েছে আধুনিক ওষুধগুলো নির্বোধ এবং বিজ্ঞান ব্যর্থ। অ্যালোপ্যাথিক ওষুধ সেবনের ফলে হাজার হাজার রোগী মারা গেছে বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল মঙ্গলবার চিকিৎসকদের বিক্ষোভ করার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে গেছে। সেসব ছবিতে থাকা ব্যানারে দেখা যায়, রামদেবের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পিপিই পরিহিত চিকিৎসকরা।

চিকিৎসকদের সংগঠন অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স থেকে বলা হয়েছে, রামদেবের মন্তব্যগুলো অপমানজনক।
সূত্র: আল-জাজিরা