
ভারতে একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়ে। অসুস্থ হয়ে পড়েছেন এক হাজারেরও বেশি বাসিন্দা। বৃহস্পতিবার ভোর রাতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমের আরআর বেঙ্কটপুরম গ্রামে এই ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ভোর সাড়ে ৩টার দিকে এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের একটি কারখানার প্লান্ট লিক হয়ে বিষাক্ত সিরাইটিন গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার ভেতর ছিলেন শুধু নিরাপত্তাকর্মীরা। কিন্তু বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা অচেতন হয়ে পড়েন। তাই পরিস্থিতি মোকাবেলায় কাউকে তখন খবর দেওয়া সম্ভব হয়নি।
পরে গ্যাস গোটা এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দাদের ঘুম ভেঙ্গে যায়। গ্যাসের প্রভাবে তাদেরও শ্বাসকষ্ট ও চোখ জ্বালা শুরু হয়। পরে খবর পেয়ে উদ্ধার কাজে নামে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অসুস্থ হয়ে পড়েছেন হাজারেরও বেশি মানুষ। তাদের মধ্যে কমপক্ষে ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার জন্য ঘরে থাকার পরামর্শ দিয়ে টুইট করেছেন গ্রেটার বিশাখাপত্তম পৌর করপোরেশন।
স্থানীয়দের মোবাইলে ধারণকৃত ছবিতে দেখা যায়, অনেকে গ্যাসের প্রভাবে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছেন। অসুস্থরা হাসাপাতালে যাওয়ার জন্য ছুটাছুটি করছেন। হতাহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।