ভারতে মাস্ক না পরলে জরিমানা ১০ হাজার রুপি !

বিশ্বের অনেক দেশে আবারো বাড়ছে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও আক্রান্ত হয়ে মৃত্যু। এর মধ্যে বর্তমানে ভারত অন্যতম। সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। আবার দেশটির যে রাজ্যগুলো সবচেয়ে বেশি বিপর্যস্ত, তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ।

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে এই রাজ্যেই কঠোর বিধিনিষেধ জারি করেছে কর্তৃপক্ষ। তার মধ্যে অন্যতম হলো মাস্ক পরা। ভারতের সবচেয়ে বড় এই রাজ্যটির সরকার জানিয়েছে, কেউ মাস্ক না পরলে প্রথমবারের জন্য ১ হাজার রুপি জরিমানা করা হবে। আর একই ‘অপরাধ’ দ্বিতীয়বার করলে জরিমানা করা হবে ১০ হাজার রুপি।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, উত্তরপ্রদেশে বর্তমানে ক্ষমতাসীন বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই নির্দেশ জারি করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় রোববার থেকে রাজ্যে লকডাউন জারি হচ্ছে। লকডাউন চলাকালে জরুরি পরিষেবা ছাড়া সমস্ত অফিস ও দোকান-পাট বন্ধ থাকবে। যোগী আদিত্যনাথের সরকার রাজ্যজুড়ে সরকারি-বেসরকারি অফিসগুলোকে জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়েছে।

এদিকে, ভারতে টানা গত দুই দিন দুই লাখের বেশি মানুষকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে দেশটিতে। শুক্রবারের হিসাবে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ১২ শতাধিক লোকের মৃত্যু হয়েছে।