
কমা তো দূরের কথা, নভেল করোনাভাইরাস দিন দিন তার অবস্থান পাকাপোক্ত করছে। বিশ্বজুড়ে সংক্রমণ এবং মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে। একদিনে আক্রান্তের ক্ষেত্রে আগের সব রেকর্ড ভেঙেছে গত ২৪ ঘণ্টায়। এ সময়ের মধ্যে পৃথিবীজুড়ে নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৮২৫ জন। এর আগে কখোনোই একদিনে আক্রান্তের সংখ্যা লাখ ছোঁয়নি।
গতকালের আগে একদিনে বিশ্বজুড়ে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা ঘটেছিল ৩ এপ্রিলে, ৯৬ হাজার ৩৪৬ জন।
এই মুহূর্তে (বাংলাদেশ সময় শনিবার দুপুর ২টা) বিশ্বব্যাপী কভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৩৪ হাজারে। মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৯৭ হাজার ৪০৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৮ জন। বর্তমানে আক্রান্ত আছেন ১৮ লাখ ২৯ হাজার। সংকটাপন্ন ৫৮ হাজার ৫৭৫ জন। স্থিতিশীল ১৭ লাখ ৭০ হাজার ৫০০।
সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে শুধু ছাড়িয়েই যায়নি, রীতিমতো চার-পাঁচগুণ বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৩৮ হাজার ৯৫৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ২৫ হাজার ৭৫৮ জন। মোট মৃত্যু ৫২ হাজার ২১৭।