
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাইজারের শ্রম ও কর্মস্থান মন্ত্রী মোহাম্মাদ বিন ওমরের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, রোববার রাজধানী নিয়ামির প্রধান হাসপাতালে ৫৫ বছর বয়সী ওই মন্ত্রীর মৃত্যু হয়। তিনি দেশটির সোশ্যল ডেমোক্রেটিক পার্টির (পিএসডি) নেতা ছিলেন।
রাষ্ট্রীয় টেলিভিশন টেলে সাহেল সোমবার বিন ওমরের মৃত্যুকে মর্মান্তিক বলে উল্লেখ করেছে। তবে তার মৃত্যুর খবর প্রচারের আগে ওই টেলিভিশনের প্রতিবেদনে বিন ওমরের একটি আহ্বান প্রচার করা হয়। যেখানে তিনি করোনাভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
ওই সময় মন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ একটি বাস্তবতা, এটা মনের কোনো ব্যাপার নয়। এটি খুব ভয়ংকর। এটি আলোর গতির চেয়েও দ্রুত ছড়ায়।’
শ্রমমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসুফু। ২০১৭ সাল থেকে দেশটির শ্রমমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন বিন ওমর।
আফ্রিকার দারিদ্র্যপীড়িত এ দেশটিতে সাড়ে সাত শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে প্রায় ৩৭ জন।