
করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে প্রাদুর্ভাব কমে এলেও নতুন করে আবার আক্রান্তের সন্ধান মিলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩৬ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মৃত্যু হয়েছে সাত জনের। খবর দ্য গার্ডিয়ান।
জানা যায়, গত দুই দিনে চীনে ১৩০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৬ জন নতুন রোগী পাওয়া গেছে। মৃত্যু হয়েছে সাত জনের। এসব রোগীর সংস্পর্শে আসা এক হাজার ৩৬৭ জনকে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। এদের সবাইকে ভাইরাসের বাহক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গত ডিসেম্বরে প্রাদুর্ভাবের পর থেকেই আক্রান্তদের সংস্পর্শে আসা লোকজনকে সেভাবে চিহ্নিত করেনি প্রশাসন। তবে এবার করোনাভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব ঠেকাতে মানুষকে নির্দিষ্ট করে রেখেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, যাদের হালকা লক্ষণ দেখা দিয়েছে তাদের সম্পূর্ণ আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। ভাইরাসটির কারণে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে তিন হাজার ৩১২ জনের। আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৫৫৪ জন।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, চীনে নতুন করে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। যার কারণে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চীনা সরকার নতুন আক্রান্ত ও তাদের সংস্পর্শে আসা লোকদের চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে।