চীনা ডোজ আসছে বুধবার

আগামী ১২ মে চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনার টিকা বাংলাদেশে আসছে। বেইজিং উপহার হিসেবে টিকাটির ৫ লাখ ডোজ ঢাকাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেটাই আগামী বুধবার ঢাকায় আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আজ সোমবার তিনি এ তথ্য জানিয়ে বলেন, গত ৩ ফেব্রুয়ারি উপহারের এই টিকা দিতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল চীন। কিন্তু প্রস্তাব অনুমোদনের জন্য দীর্ঘ ৩ মাস অপেক্ষা করতে হয়েছে। ওই সময় অনুমতি দিলে অনেকই আগেই এই টিকা পেয়ে যেত বাংলাদেশ।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে কারণে বাণিজ্যিকভাবে বাংলাদেশ যে টিকা পেতে চায়, তার জন্য সময় লাগবে।

উল্লেখ্য, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনার টিকা কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু চুক্তি অনুযায়ী প্রথম চালানে পূর্ণ এবং দ্বিতীয় চালানে অর্ধেকের কম টিকা দেয় প্রতিষ্ঠানটি। এর মধ্যেই ভারতে সংক্রমণ বেড়ে যাওয়ায় টিকা রপ্তানি নিষিদ্ধ করে দিল্লি। এই অবস্থায় বিকল্প উৎস হিসেবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে ঢাকা।