
যুক্তরাষ্ট্রের বিখ্যাত দেশাত্মবোধক গানের শিল্পী জো ডিফি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রোববার ন্যাশভিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬১ বছর বয়সী ওই ডিফি।
জো ডিফির পাবলিসিস্ট স্কট অ্যাডকিনস এ তথ্য নিশ্চিত করেছে বলে খবর দিয়েছে সিএনএন।
এর আগে শুক্রবার জো ডিফি নিজেই জানিয়েছিলেন যে, তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
ওকলাহোমার তুলসায় জন্ম ডিফির। ২৫ বছরের বেশি সময় ধরে গ্র্যান্ড ওল ওপ্রির সদস্য ছিলেন তিনি। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- হনকি তং অ্যাটিচুড, প্রোপ মি আপ বিসাইড দ্য জিউকবক্স (যদি মারা যাই), বিগার দ্যান দ্য বিটলেস এবং ইফ দ্য ডেভিল ড্যান্সড (ইন এম্পটি পকেটস)।
অনন্য কাজের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার জিতেছেন তিনি।