করোনায় মৃত্যু চীনকে ছাড়ালো যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে আগেই চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। এবার মৃত্যুর দিক থেকেও দেশটিকে অতিক্রম করলো আমেরিকা। সর্বশেষ খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরো ৪৩৩ জনের মৃত্যু হয়েছে।

গার্ডিয়ান বলছে, এ নিয়ে দেশটিতে মোট ৩ হাজার ৪১৫ জনের মৃত্যু হলো। আর চীনে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৩০৯ জনের। যদিও চীনের মৃত্যুর সংখ্যা নিয়ে নানা প্রশ্ন রয়েছে।

সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রে মৃতের অধিকাংশই নিইউয়র্কের বাসিন্দা। রাজ্যের মেয়র অ্যান্ড্রিউ কুমো জানান, এ পর্যন্ত তার রাজ্যে ১ হাজার ৫৫০ মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে ৭৫ হাজার ৭৯৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮০ হাজার ৩৪০ জন। অন্যদিকে, চীনে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৫১৮ জন।

গেল বছরের ডিসেম্বরে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে ৮ লাখ ৪১ হাজার ৩৭৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৪১ হাজার ৪০৪ জন। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৪৪৩ জন।