
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সম্মেলন। এতে অংশ নিয়ে মিয়ানমারের জান্তা সরকার প্রধান বিক্ষোভকারীদের ওপর গুলি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সপ্তাহখানেক সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি। গতকাল ২ মে আবার শুরু হয়েছে দমনপীড়ন, গুলিতে প্রাণ হারিয়েছেন ৮ বিক্ষোভকারী।
গতকাল রোববার (২ মে) ‘বৈশ্বিক মিয়ানমার বসন্ত বিপ্লব’-এর সমর্থনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তারা জেঁকে বসা সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভে প্রদর্শন করেন। এর মধ্যে অন্তত তিনটি স্থানে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম খবর দিয়েছে।
গত ১ ফেব্রুয়ারি ক্ষমতাসীন অং সাং সু চিকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। এরপর থেকে দেশটির জনগণ বিক্ষোভ করছে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমেন সমানে গুলি চালাচ্ছে। এতে ইতোমধ্যে ৭৬২ বিক্ষোভকারী নিহত ও সাড়ে ৩ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন।
বিভিন্ন বিদ্রোহী জাতিগোষ্ঠীগুলো জান্তার বিরুদ্ধে অবস্থান নিলে, তাদের সাথে সেনাবাহিনীর প্রায় সংঘর্ষ হচ্ছে। এতে গত তিন মাসে উত্তর ও পূর্ব মিয়ানমারের কয়েক হাজার সাধারণ মানুষ প্রাণ ভয়ে পালিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।