
দেশে করোনা ভাইরাস নিয়ে এক জরুরী অবস্থার সৃষ্টি হয়েছে । লকডাউনের আদোলে ছেয়ে আছে সারা দেশ। এতেকরে বিপাকে পরেছে হতদরিদ্র মানুষেরা। এসময় এসকল মানুষদের পাশে সরকারের পাশাপাশি দারিয়ে দেশের বিভিন্ন স্থানের সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। এমনিভাবে মানবতার সেবায় এগিয়ে এসেছে “হাজী মোঃ জজ মিয়া ফাউন্ডেশন”। ফাউন্ডেশনটি ঢাকার কেরানীগঞ্জ থানার তেঘরিয়ািইউনিয়নের প্রায় ১০০০ দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরন করে।
ফাউন্ডেশনের সূত্র থেকে জানাযায়, হাজী মোঃ জজ মিয়া উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। গত ২০১৯ সালে মদিনায় তিনি মৃত্যুবরন করেন। তার পরিবারের পক্ষ থেকে তার নামে ফাউন্ডেশন গড়েতোলা হয়।
সূত্য আরো জানায়, করোনার এই দূর্যোগের সময় তারা মানুষের পাশে দারাতে চায়। এর ধারাবাহিকতায় তারা গত সাত দিন যাবত ইউনিয়নের বিভিন্ন স্থানের প্রায় ১০০০ দারিদ্র মানুষের মাঝে ত্রান (চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি) বিতরন করে আসছে।