করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, একদিনেই রেকর্ড ১৯৭৩ জনের মৃত্যু

করোনাভাইরাস মোকাবেলা করার মতো সামর্থ্য যুক্তরাষ্ট্রের আছে। চীনে যখন ভাইরাসটি ভয়াবহ রূপ ধারণ করেছিল তখন এমনটাই বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতি আত্মবিশ্বাস মাঝেমধ্যে বিপদ ডেকে আনে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেন তাই হয়েছে।

ভাইরাসের কারণে দেশটি এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সংক্রমণ ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ছাড়িয়ে যাচ্ছে সব রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ১৯৭৩ জন। অর্থাৎ প্রায় ২ হাজার। সংখ্যাটা এখন পর্যন্ত মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের এখনো যে পরিস্থিতি তাতে সামনে আরো ভয়াবহ অবস্থা হতে পারে।

এর আগের দিনও সেখানে মারা গেছেন ১ হাজার ৯৩৯ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৭৯৭ জনে। সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৩৫ হাজারের অধিক।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি বিপর্যস্ত নিউইয়র্ক। সেখানে এখন পর্যন্ত ৬ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেড় লাখের বেশি সংক্রমিত হয়েছেন।

পুরো বিশ্বের ২০৯টি দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত ভাইরাসটি সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ২০ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৮৮ হাজার ৫৫০ জনের অধিক। এ ছাড়া ৩ লাখ ৩১ হাজারের মতো সুস্থ হয়েছেন।