
দেশ কন্ঠস্বর ডেস্ক: ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’—প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সারা দেশে পালিত হবে জাতীয় কন্যাশিশু দিবস-২০২০। ২০০০ সাল থেকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সরকারি আদেশের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহের তৃতীয় দিনকে ‘কন্যাশিশু দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। তখন থেকেই প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
বিশ্বের মোট জনসংখ্যার ১৫ শতাংশ কন্যাশিশু। আর বাংলাদেশে মোট জনসংখ্যার ১০ শতাংশ কন্যাশিশু হলেও, তাদের নিরাপত্তায় উদ্বিগ্ন অভিভাবকরা।
বাংলাদেশের কন্যাশিশুরা ভালো নেই। কোথাও নিরাপদ নয় কন্যাশিশু।কন্যাশিশু ধর্ষণের মাত্রা বেড়ে গেছে। শিশুদের চলাচল ও স্বাভাবিকতা হুমকির মধ্যে পড়েছে। প্রতিনিয়তই কন্যাশিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। ধর্ষণ, গণধর্ষণ, হত্যা, উত্ত্যক্ত করাসহ নানা ধরনের নির্যাতন আর নিরাপত্তাহীনতায় ভুগছে কন্যাশিশুরা। উচ্চবিত্ত পরিবার থেকে নিম্নবিত্ত কোথাও নিরাপদে নেই কন্যাশিশুরা। সারা জীবন তারা নিরাপত্তাহীনতার ভেতর দিয়ে বড় হতে থাকে।