ভারতে দেখা মিলল দুর্লভ ‘ব্ল্যাক প্যান্থারের’

বিরল ব্ল্যাক প্যান্থারের (কালো চিতা) দেখা মিলেছে ভারতের গোয়ায়। বুধবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ব্ল্যাক প্যান্থারের ছবি শেয়ার করেছেন। ছবিটি শেয়ার করে তিনি জানান, ছবিটি তোলা হয়েছে দক্ষিণ গোয়ার নেত্রবালী অভয়ারণ্য থেকে। সেখানেই দেখা গেছে দুর্লভ এই প্রাণীটিকে।

নেত্রবালী অভয়ারণ্যের এক শীর্ষ বন কর্মকর্তা জানান,’এই বনে আরো ব্ল্যাক প্যান্থার রয়েছে কি না তা জানার চেষ্টা করছি আমরা। এই অরণ্যে বাঘ থাকলেও ব্ল্যাক প্যান্থারের ক্যামেরাবন্দি হওয়ার ঘটনা অত্যন্ত আনন্দের।’

ব্ল্যাক প্যান্থারের ছবিটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। বহু নেটিজেনই নানা মন্তব্য করেছেন ছবিটি দেখে। এক ব্যবহারকারী মন্তব্য করে বসেন, জাঙ্গল বুক -এর ‘বাঘিরা’ ফিরে এসেছে।

প্রসঙ্গত, রিওয়ার্ড কিপলিংয়ের লেখা বিখ্যাত কাহিনি ‘জাঙ্গল বুক’-এর একটি বিখ্যাত চরিত্র ‘বাঘিরা’। ওই কাহিনির অ্যানিমেশন সারা পৃথিবীর মতো এদেশেও খুবই জনপ্রিয়। তাই অন্যদের মতো ‘বাঘিরা’ নামের কা‌লো চিতাকেও সকলে চেনেন। স্বাভাবিক ভাবেই ছবিটি দেখে তাই ‘বাঘিরা’-র কথা মনে পড়ে গেছে ওই ব্যক্তির।

সূত্র- এনডিটিভি।