নিউইয়র্কে ট্রাকবোঝাই শতাধিক মৃতদেহ উদ্ধার

নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত একটি অন্তেষ্টিক্রিয়া ঘরের পাশে কয়েকদিন ধরে পড়ে আছে একাধিক ট্রাক। করোনাভাইরাসের এই সঙ্কটের কারণেই হয়তো কেউ এ নিয়ে কৌতুহল দেখাননি। কিন্তু যখন পঁচা গন্ধ বের হতে থাকে তখন স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ট্রাকের ভেতর থেকে শতাধিক মৃতদেহ বের করে আনে।

জানা যায়, যে ঘরের পাশে এত মৃতদেহ একসঙ্গে পাওয়া গেছে, সেটি একটি ফিউনারেল সার্ভিস। ক্লেকলে নামের এই ফিউনারেল সার্ভিসটি করোনার শুরু থেকেই মৃতদেহ সৎকারের দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু মৃতদেহের মিছিল বাড়তে থাকায় তাদের পক্ষে প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যার বাইরে সৎকার করা সম্ভব হচ্ছিল না। এদিকে হঠাৎ করে শবঘরের ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ায় তৈরি হয় আরো বিভীষিকাময় পরিস্থিতি। এমতাবস্থায় নিরুপায় হয়ে কাজ ছেড়ে চলে যান শবঘরের কর্মীরা, সঙ্গে চলে যান মালিকও।

ওই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও মানবিক কারণে সিদ্ধান্ত থেকে সরে এসেছে নিউইয়র্ক পুলিশ। তারা বলছে, লোকটির আসলে করার কিছুই ছিল না। এখানে ধারণক্ষমতা এবং সৎকার করার ক্ষমতার অন্তত তিনগুণ বেশি মৃতদেহ আসতে শুরু করেছিল প্রতিদিন।

নিউইয়র্কের ফিউনারেল ডিরেক্টর ড. ডেভিড পেইপেন্ট বলেন, নিউইয়র্কের প্রায় প্রতিটি শবঘরের প্রায় একই অবস্থা। কোথাও মৃতদেহ রাখার কোনো জায়গা নেই।

সবশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৩ হাজার ৪৭৪ জন। সংক্রমণের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ১৫৮ জন।

সূত্র: খবর দ্য টেলিগ্রাফের