
করোনাকালে বিধিনিষেধ সংক্রান্ত নানা প্রজ্ঞাপন জারি করছে সরকার। সকালে যে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে, সেটাই আবার বাতিল করা হচ্ছে বিকেলে। কখনো কখনো একই প্রজ্ঞাপন বারবার সংশোধন করা হচ্ছে। এ নিয়ে সরকারের মৃদু সমালোচনা করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
আজ সোমবার (২৮ জুন) জাতীয় সংসদের অনির্ধারিত আলোচনায় বক্তব্য দিতে গিয়ে হাসানুল হক ইনু বলেন, করোনা নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকারের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। মন্ত্রণালয়গুলোর মধ্যে ফুটে উঠেছে সমন্বয়হীনতা। তাতে করে একেকবার একেকরকম সিদ্ধান্ত প্রকাশিত হচ্ছে। এসব কারণে মানুষ বিভ্রান্ত হয়।