সরকারের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে -হাসানুল হক ইনু

করোনাকালে বিধিনিষেধ সংক্রান্ত নানা প্রজ্ঞাপন জারি করছে সরকার। সকালে যে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে, সেটাই আবার বাতিল করা হচ্ছে বিকেলে। কখনো কখনো একই প্রজ্ঞাপন বারবার সংশোধন করা হচ্ছে। এ নিয়ে সরকারের মৃদু সমালোচনা করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

আজ সোমবার (২৮ জুন) জাতীয় সংসদের অনির্ধারিত আলোচনায় বক্তব্য দিতে গিয়ে হাসানুল হক ইনু বলেন, করোনা নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকারের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। মন্ত্রণালয়গুলোর মধ্যে ফুটে উঠেছে সমন্বয়হীনতা। তাতে করে একেকবার একেকরকম সিদ্ধান্ত প্রকাশিত হচ্ছে। এসব কারণে মানুষ বিভ্রান্ত হয়।

হাসানুল হক ইনু বলেন, একবার বলা হচ্ছে শাটডাউন, তারপর আবার বলা হচ্ছে লকডাউন। লকডাউনের আগে কখনো জুড়ে দেয়া হচ্ছে কঠোর, কখনো সীমিত, কখনো সর্বাত্মক। করোনাকালের এমন কঠিন পরিস্থিতিতে এসব মোটেও বাঞ্চনীয় নয়।সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, যদি এমন সমন্বয়হীনতা এবং অস্থিরতা চলতেই থাকে, তাহলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়লে তারা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় করা খুব জরুরি হয়ে পড়েছে। একই সাথে লকডাউন কার্যকর হলে মানুষের হাতে প্রণোদনা পৌঁছে দিতে হবে।