
বাংলাদেশ সরকার ঘোষণা করেছে যে, ই-কর্মাসের অগ্রিম টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা থাকবে। কাস্টমার বা ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেওয়ার পরই সংশ্লিষ্ট ই-কমার্স প্রতিষ্ঠানকে সেই টাকা হস্তান্তর করবে কেন্দ্রীয় ব্যাংক। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত এক বৈঠকের পর এমন ঘোষণা দেওয়া হয়েছে।অর্থাৎ দেশের ই-কর্মাস প্লাটফর্মগুলোর ব্যবসার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মাঝে পেমেন্ট গেটওয়ে (দাম পরিশোধের মাধ্যম) হিসেবে কাজ করবে বাংলাদেশ ব্যাংক।
দেশের ই-কর্মাস প্লাটফর্মগুলোর সঙ্গে এক বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত বাণিজ্য সচিব হাফিজুর রহমান। তিনি বলেন, ‘ই-কমার্স ব্যবসায়ীদের অগ্রিম হিসেবে যে অর্থ প্রদান করা হয়, সেটা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা থাকবে। কাস্টমার (খরিদ্দার) পণ্য হাতে পেলেই সেই অর্থ সংশ্লিষ্ট ব্যবসায়ী বা ই-কমার্স প্রতিষ্ঠানকে দেওয়া হবে।বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ডিজিটাল কমার্স ডিরেক্টশন’ শীর্ষক বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), আইসিটি বিভাগ, বিটিআরসি এবং অন্যান্য স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অন্যদিকে, অ্যাসোসিয়েশন অব ই-কমার্স বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্ট শমী কায়সার এবং সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল বৈঠকে উপস্থিত ছিলেন।