বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ, যারা অর্থনৈতিক মন্দার কবলে পড়েনি -সালমান এফ রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, চলমান অতিমারিতে বিশ্বের অর্থনীতি যখন অনেকটা স্থবির হয়ে আছে তখনও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ আমরা, যারা অর্থনৈতিক মন্দার কবলে পড়িনি। উল্টো আমাদের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে।

গতকাল বুধবার (২৩ জুন) বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) ‘টেকসই বেসরকারি খাত’ শীর্ষক একটি ভার্চুয়াল সভার আয়োজন করে। সেখানে যুক্ত হয়ে এসব কথা বলেছেন সালমান এফ রহমান। তিনি বলেন, করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবেলা করেও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি আমরা।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে কাজ করছি আমরা। আর সেজন্য বেসরকারি খাত খুবই গুরুত্বপূর্ণ। এই খাতকে শক্তিশালী করতে ঋণনির্ভর বা বন্ডবাজার তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এ নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা কাজ করে যাচ্ছে।

ভার্চুয়াল আলোচনা সভাটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) আঞ্চলিক অর্থনীতিবিদ জুলিয়া মিরুনোভা। বক্তব্য রাখেন আইএফসির এশিয়া ও প্যাসিফিক ভাইস প্রেসিডেন্ট আলফনসো গার্সিয়া মোরা, বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সিয়া টেম্বনসহ আরো অনেকে।