বরিশালে বিখ্যাত ব্র্যান্ড অপ্পো স্মাট ফোন এর অফিসিয়াল 3D শো-রুম উদ্বোধন

বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড #অপ্পো আপনাদের জন্য নিয়ে এলো বরিশালে নগরীর  গ্রীর্জামহল্লায় অফিসিয়াল অপ্পো মোবাইল এর 3Dশো-রুম।

আধুনিক তরুণদের প্রতিদিনের নিত্যসঙ্গী স্মার্টফোন। তরুণেরা এখন সবকিছুর জন্যই স্মার্টফোনের ওপর নির্ভর করেন। স্মার্টফোনে কোন চিপসেট ব্যবহার হলো, পারফরম্যান্স কেমন, ডিসপ্লেটা কত বড়, ব্যাটারি ব্যাকআপ দেবে কতক্ষণ, এগুলো নিয়ে থাকে নানান জল্পনা-কল্পনা। তবে সব ছাপিয়ে নতুন ফোন কেনার সময় তরুণেরা ক্যামেরার ফিচারগুলোর দিকে একটু বেশি নজর দেন।

কেননা স্মার্টফোন এমন এক ডিভাইসে পরিণত হয়েছে, যা সবার কাছে সব সময় থাকে। তাই ফোনের পাশাপাশি আরেকটি ক্যামেরা বহনে অনেকেরই অনীহা দেখা যায়। আর তাই স্মার্টফোন কোম্পানিগুলোও প্রতিনিয়ত তাদের ফোনের ক্যামেরায় নিয়ে আসছে পরিবর্তন। আর এ যাত্রায় অগ্রদূতের ভূমিকায় আছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো।

যারা ভাবছেন অপ্পো র অফিসিয়াল মোবাইল কিনবেন দেরি না করে চলে আসুন |

শুভ উদ্বোধন উপলক্ষে আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় আকর্ষণীয় #গিফট।