ফেরিঘাট থেকে তার ছিঁড়ে মাইক্রোবাস নদীতে

কালবৈশাখীর আকস্মিক ঝড়ে ফেরিঘাটে পন্টুনের তার ছিঁড়ে একটি মাইক্রোবাস নদীতে পড়ে গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় পাটুরিয়া-দৌলতদিয়ার ৫ নং ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করলেও এর চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বলেন, ডুবুরি দল দুই ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির সন্ধান পায়। সোয়া ১ টায় সেটি রেকার দিয়ে উপরে তোলা হয়।

এ সময় মাইক্রোবাসটিতে চালক বা কোনো যাত্রীকে পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন ডুবুরিরা।

উদ্ধারকাজ তদারকি করতে ঘটনাস্থলে রয়েছেন স্থানীয় প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও সংশ্লিষ্ট থানা ও নৌ-পুলিশের কর্মকর্তারা।

প্রসঙ্গত, লকডাউনের মধ্যে ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল আটকাতে ঢাকা-আরিচা মহাসড়কে চেকপোস্ট বসিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানিকগঞ্জের শিবালয়ের টেপড়ায় ব্যারিকেড দিয়ে টহল দিচ্ছে সংস্থাটির সদস্যরা।

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটের ৮ কিলোমিটার আগে অবস্থান নেয়া বিজিবি জওয়ানরা ঘরমুখো মানুষ ও যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছেন। লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী পরিবহনের গাড়ি ছাড়া অন্যান্য যানবাহন আটকে দিচ্ছেন তারা।