
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে গেছে। এজন্য আজ সোমবার (৩ মে) বিকেল ৪টার কিছুক্ষণ পর তাকে হাসপাতালটির সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।প্রসঙ্গত, গত ১০ এপ্রিল করোনার নমুনা পরীক্ষা করা হলে খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। একই সময় তার বাসভবন ‘ফিরোজা’র আরো ৮ জনের শরীরে ভাইরাসটি পাওয়া যায়। তবে কয়েকজন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন।এরপর ১৫ এপ্রিল রাতে সাবেক এই প্রধানমন্ত্রীর সিটি স্ক্যান করা হয়। তখন জানানো হয়, সিটি স্ক্যানে তার মাইল্ড পর্যায়ের সমস্যা ধরা পড়েছে।