শেষ হাসি হাসলেন শুভেন্দু মমতা বন্দোপাধ্যায় নয়

দলের জয় নিশ্চিত হলেও নিজ আসনে পিছিয়ে ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে একবার কিছুটা এগিয়ে আবার পিছিয়ে যাচ্ছিলেন। অনেকটা সাপ-লুডু খেলার মতো এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে নন্দীগ্রামের আসনে শেষ হাসি হাসলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। যদিও সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিলা, ১২০১ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার জানিয়েছে, শুভেন্দুর কাছে ১ হাজার ৬২২ ভোটের ব্যবধানে হেরেছেন মমতা বন্দোপাধ্যায়। নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ করে তৃণমূল সভানেত্রী মমতা হার মেনে নিয়ে বলেছেন, তিনি আদালতে যাবেনGএর আগে আজ রোববার (২ মে) সকালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল গণনা শুরুর পর থেকেই নন্দীগ্রাম আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিলেন মমতা ও শুভেন্দু। বিজেপির প্রার্থী শুভেন্দু এ নির্বাচনের আগেও মমতার দলেরই লোক ছিলেন। ফলে নন্দীগ্রামের ফলাফল নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছিল।

পশ্চিমবঙ্গে ভোট গণনায় সামগ্রিকভাবে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বলা যায়, তাদের জয় নিশ্চিত, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।আজ দুপুর ২টা পর্যন্ত ২০৭ আসনে এগিয়ে রয়েছে মমতার দল। তবে তাদের পেছনে জোর টক্কর দিচ্ছে বিজেপিও। তারা ৮১টি আসনে এগিয়ে রয়েছে। এ ছাড়া সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ২টিতে এবং বাকি ২ আসনে এগিয়ে রয়েছে অন্যান্য দল।