
রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাট থেকে মুনিয়া নামের তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধী যত বড়ই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের চোখে একজন কোটিপতি এবং সাধারণ একজন মানুষ একই।
আজ বুধবার (২৮ এপ্রিল) ধানমন্ডির বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষ হলে রিপোর্ট দেখে তবেই বিস্তারিত বলতে পারবো। তবে যেহেতু মামলা হয়েছে, সেহেতু প্রক্রিয়া অনুযায়ী এটাকে এগিয়ে নেওয়া হবে।
এর আগে গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ১২০ নং রোডের ১৯ নং ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার (২১) মরদেহ উদ্ধার করা হয়।
মাস দুয়েক আগে লাখ টাকার ফ্ল্যাটটি ভাড়া নেন মোসারাত। তিনি মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের মেয়ে, বাড়ি কুমিল্লার উজির দিঘিরপাড়।
এই ঘটনায় নিহত মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন মোসারাত। বছর দুয়েক হলো বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের (৪২) সাথে তার পরিচয়। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।