
রাজধানী ঢাকার নবাবগঞ্জের বান্দুরা বাজার বাস স্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৮ এপ্রিল) সকাল ১০টার কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
বাস স্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। পুড়ে গেছে ওই তেলের দোকানসহ আরো কয়েকটি। এছাড়া পুড়ে গেছে এন মল্লিক পরিবহনের বেশ কয়েকটি বাসও।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।