দক্ষিণাঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে ডায়রিয়া

দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে ডায়রিয়া। শুধুমাত্র ভোলাতেই এক সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়েছেন অন্তত আড়াই হাজার মানুষ।

বাগেরহাট সদর হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে ডায়রিয়া আক্রান্ত অনেক শিশু। এরকম চিত্র দক্ষিণের অনেক হাসপাতালের। গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় দেখা দিয়েছে ডায়রিয়া। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী।

পটুয়াখালী সদর হাসপাতালে তিলধারণের ঠাঁই নেই। ২৫০ শয্যার হাসপাতালে ডায়রিয়া বিভাগে বেড মাত্র ১৫টি। এতে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শেষ নেই। বাধ্য হয়ে তাই মেঝে বা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে অনেককে।

শনিবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভোলা সদর হাসপাতালে ৩৭৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী থাকায় হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। অবশ্য, আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৭৬টি মেডিকেল টিম গঠনের কথা জানায় জেলা স্বাস্থ্যবিভাগ।

তবে মাগুরায় কিছুটা কমেছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। সদরসহ অন্যান্য হাসপাতালেও চিকিৎসাধীনদের অবস্থা আগের চেয়ে ভালো।