সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় গতকাল সোমবার যশোরে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার তাপমাত্রা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজকের তাপমাত্রা জানতে হলে আরো অপেক্ষা করতে হবে। তবে এদিন তাপমাত্রা নতুন রেকর্ড গড়লেও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের কর্মকর্তা বলছেন, এর আগে ২০১৯ সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এবার এরইমধ্যে সেই রেকর্ড ভেঙে ফেলেছে যশোরের তাপমাত্রা। আজ আরো বাড়বে বলেই মনে হচ্ছে।

এদিকে, আজ ঢাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েদার এভিনিউ। যদিও এ তথ্যকে ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছে আবহাওয়া অফিস।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটের দু-এক স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর বাইরে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পটুয়াখালীসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি দাবদাহ অব্যাহত থাকবে। তবে দিনে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সারাদেশে।

এর আগে গতকাল সোমবার দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে, ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে টাঙ্গাইলে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বগুড়া ও গোপালগঞ্জের ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।