ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

দেশের বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষক ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর উত্তরার নিজ ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল বিভাগের অধ্যাপক শফিকুর রহমান। তবে তাৎক্ষণিকভাবে তারেক শামসুর রেহমানের মৃত্যুর কারণ জানা যায়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক ছিলেন তারেক শামসুর রেহমান। দুই বছর আগে অবসরে যান তিনি।

দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তার খ্যাতি রয়েছে। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক রাজনীতি নিয়ে তার অনেক গ্রন্থ রয়েছে। বই লেখার পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখতেন তারেক শামসুর রেহমান।

জানা যায়, উত্তরার ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন তারেক শামসুর রেহমান। তার পরিবারের অন্য সদস্যরা যুক্তরাষ্ট্রে থাকেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করা তারেক শামসুর রেহমান আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রির অধিকারী। তুলনামূলক রাজনীতি তার আরেকটি গবেষণার বিষয় ছিল।

দেশের প্রখ্যাত এই কলামিস্টের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- গণতন্ত্রের শত্রু-মিত্র, নয়া বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক রাজনীতি, ইরাক যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব রাজনীতির চালচিত্র, বাংলাদেশঃ রাজনীতির চার দশক, ট্রানজিট ইস্যু ও গ্যাস রফতানি প্রসঙ্গ, বাংলাদেশঃ রাষ্ট্র ও রাজনীতি, উপআঞ্চলিক জোট, বিশ্ব রাজনীতির ১০০ বছর বাংলাদেশঃ রাজনীতির ২৫ বছর, গঙ্গার পানি চুক্তিঃ প্রেক্ষিত ও সম্ভাবনা, সোভিয়েত-বালাদেশ সম্পর্ক ইত্যাদি।