মসজিদে নামাজ আদায়ে মানতে হবে নির্দেশনা

দেশে করোনার সংক্রমণ মারাত্মক আকারে বেড়ে যাওয়ায় সরকার এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে, যার প্রথম দিন চলছে আজ সোমবার (৫ এপ্রিল)। ঊর্ধ্বমুখী সংক্রমণ রুখতে এবার মসজিদে নামাজ আদায় করার ব্যাপারেও কিছু জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। আজ দুপুরে গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, মসজিদের প্রবেশদ্বারে অবশ্যই সাবান ও হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে, যাতে মুসল্লিরা প্রবেশের আগে জীবাণুমুক্ত হতে পারেন। বাসা থেকে ওযু করে, সুন্নত নামাজ পড়ে তবেই মসজিদে প্রবেশ করতে হবে। প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে পুরো মসজিদে জীবাণুনাশক ছিটাতে হবে। কার্পেট বিছানো যাবে না, মুসল্লিরা সবাই জায়নামাজ নিয়ে আসবেন।

নির্দেশনায় আরো বলা হয়, মসজিদের ভেতর করোনারোধে সরকারের নির্দেশনা টাঙিয়ে রাখতে হবে। আসন্ন রমজানে মসজিদের ভেতর ইফতার বা সেহরির আয়োজন করা যাবে না। শিশু, বয়োবৃদ্ধ কিংবা অসুস্থ ব্যক্তি মসজিদে প্রবেশ করতে পারবে না।

দেশে চলতি মার্চ মাসের শুরু থেকেই বাড়বাড়ন্ত অবস্থা প্রাণঘাতী করোনার। আজ সোমবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৭৫ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জন। মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৩১৮।