ভারতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ

বিশ্বব্যাপী যেসব দেশগুলোর ওপর করোনাভাইরাস সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে, তার মধ্যে ভারত অন্যতম। সংক্রমণ তুঙ্গে ওঠার পর এক পর্যায়ে তা কমতে শুরু করে দেশটিতে। ২৪ ঘণ্টায় এক সময়ের লাখ ছুঁই ছুঁই সংক্রমণ নেমে আসে ১০ হাজারেরও নিচে। কিন্তু চলতি মার্চ মাসের শুরু থেকে ভারতে হঠাৎ করেই যেন দ্বিগুণ শক্তি নিয়ে আবির্ভূত হয় ভাইরাসটি।

ভারতে গত বছর সংক্রমণ তুঙ্গে থাকা অবস্থায়ও দৈনিক শনাক্তের সংখ্যা ১ লাখ অতিক্রম করেনি। এবার দ্বিতীয় ঢেউয়ে সেই ঘটনাই ঘটেছে। ২৪ ঘণ্টায় সংক্রমণ ছাড়িয়ে গেছে ১ লাখ।

জরিপ পরিচালনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গতকাল রোববার (৪ এপ্রিল) ভারতে শনাক্ত করা হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৯৩ জন করোনায় আক্রান্ত রোগী। এখন পর্যন্ত দেশটির করোনা সংক্রমণের ইতিহাসে যা সর্বোচ্চ। এই সময়ের মধ্যে মারা গেছেন ৪৭৭ জন।

ওয়ার্ল্ডোমিটার বলছে, ভারতে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় ৫ এপ্রিল বিকেল ৩টা) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭ জন। মৃত্যুবরণ করেছে ১ লাখ ৬৫ হাজার ১৩২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৬ লাখ ৮২ হাজার ১৩৬ জন।

এদিকে ভারতের মতো বাংলাদেশেও চলতি মার্চ মাসের শুরু থেকেই বাড়বাড়ন্ত অবস্থা প্রাণঘাতী করোনার।

গতকাল রোববার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৭ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জন। মোট মৃতের সংখ্যা ৯ হাজার ২৬৬।