বিশ্বব্যাপী আলোচনার সেরা ১০০ নারীর তালিকায় দুই বাংলাদেশি

চলতি ২০২০ সালে বিভিন্ন কাজের মাধ্যমে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে থাকা সেরা ১০০ নারীর তালিকা তৈরি করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তাদের সেই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দুই নারী। এদের একজন যৌনকর্মী রিনা আক্তার ও অপরজন রোহিঙ্গা জনগোষ্ঠীর শিক্ষক রিমা সুলতানা রিমু।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি করোনাভাইরাসের এই সংকটকালে ঢাকায় যৌনপল্লীগুলোতে বসবাস করা যৌনকর্মীদের রোজগার বন্ধ থাকায় তারা ছিলেন অনাহারে। সমাজের অন্ধকার জগতের বাসিন্দা হওয়ায় কেউই তাদের সাহায্যে এগিয়ে আসেনি। এমন সময় তাদের জন্য এগিয়ে আসেন সাবেক যৌনকর্মী রিনা আক্তার। তিনি এক সপ্তাহে প্রায় ৪০০ যৌনকর্মীর জন্য খাবার সরবরাহ করেছেন।

রিনা আক্তার বলেন, আমরা খাবার জোগাড়ের জন্য এই কাজ করে থাকি। কিন্তু মানুষ আমাদের নিচু ও খারাপ মনে করে। করোনার সময় যৌনকর্মীদের খাবার কষ্ট দূর করতে কিছুটা চেষ্টা করেছি। তাদের সন্তানরা যেন এই পেশায় না আসে, সেটাই চাওয়া।

সেরার তালিকায় জায়গা করে নেয়া অপর বাংলাদেশি রিমা সুলতানা রিমু। তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের ‘ইয়াং ওম্যান লিডার্স ফর পিস প্রোগ্রাম’র সদস্য এবং সেখানকার বাচ্চাদের পড়ান। পাশাপাশি শরণার্থীদের মাঝে লিঙ্গ সমতা আনতেও কাজ করছেন। এক্ষেত্রে বয়স-উপযোগী করে ক্লাসের আয়োজন করেন এবং সেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা না পাওয়া নারী-মেয়েদের পড়ান।

রিমা সুলতানা রিমু বলেন, বাংলাদেশে লিঙ্গ সমতা আনতে তিনি বদ্ধপরিকর। বিশ্বাস করেন, নারীরা যদি তাদের লড়াইটা নিজেরাই করতে পারে, তাহলেই কেবল সাফল্য ধরা দেবে।

সেরা নারীর এই তালিকায় আরো আছেন- ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন, অভিনেত্রী মিশেল ইয়ো এবং কোভিড-১৯ ভ্যাকসিন আবিষ্কারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণায় নেতৃত্ব দেয়া সারা গিলবার্ট। এ ছাড়া ভারতীয় চার নারী স্থান পেয়েছেন। তারা হলেন- নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে আন্দোলন করা ৮২ বছর বয়সী বিলকিস বানু, সংগীতশিল্পী ঈসাইবাণী, ক্রীড়াবিদ মানসী যোশী, পরিবেশবাদী রিদিমা পান্ডে। পাকিস্তান থেকেও দুই জন নারী তালিকায় জায়গা করে নিয়েছেন। তারা হলেন- অভিনেত্রী মাহিরা খান ও বিশ্ব স্বাস্থ্য খাতের একজন অগ্রদূত ডাক্তার সানিয়া নিশতার।