মোহাম্মদপুরে বস্তিতে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

রাজধানীর মোহাম্মদপুরে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে বাবর রোডের বিহারী পট্টি জহুরী মহল্লার পাশের বস্তিতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর বিকেল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হলো তাও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান জানান, বিকেল সোয়া ৪টার দিকে হঠাৎই ওই বস্তিটিতে আগুন লাগার খবর পান তারা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে আরো ৩টি ইউনিট সেখানে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো জানান, কীভাবে বস্তিতে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। কেউ হতহত হয়েছেন কিনা বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও বলা যাচ্ছে না।